গত সাত দিন ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোরে এই হামলা শুরু হয়। আজ বৃহস্পতিবার হামলার অষ্টমদিন।
রুশ সেনাদের এই অভিযানে ইতোমধ্যে ইউক্রেনের কয়েকটি নগরীর পতন হয়েছে। সবশেষ খেরসন নগরীর পতনের খবর পাওয়া গেছে।
এদিকে, বৃহস্পতিবার ইউক্রেনীয় বাহিনী দাবি করেছে দেশটির দক্ষিণাঞ্চলীয় মারিউপল এখনও তাদের দখলে রয়েছে। সেখানে রুশ বাহিনীর সঙ্গে লড়াই করে তাদেরকে পিছু হটিয়ে দিয়েছে তারা।
এই ঘোষণার পর সেখানকার রুশপন্থী বিচ্ছিনতাবাদীরা হামলা জোরদারের পরিকল্পনা নিয়েছে- এমন ইঙ্গিত দিয়েছে রুশ বার্তা সংস্থা।
রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দাবি, এরই মধ্যে তারা আজভ সাগরের তীরবর্তী চার লাখ ৩০ হাজার মানুষের বসবাসের ওই নগরী চারদিক থেকে ঘিরে ফেলেছে।
রুশ বার্তা সংস্থা ‘ইন্টারফ্যাক্সের’ বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এই তথ্য দিয়েছে। সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/কালাম