কৃষ্ণ সাগরের তীরবর্তী শহর মারিউপল রাশিয়ার দখলে, বিশ্ব গণমাধ্যম এমন খবর দিয়েছে। তার মাঝেই শহরটির মেয়র জানিয়েছেন, মারিউপলে হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী।
এক ভিডিও বার্তায় মারিউপল শহরের মেয়র বলেছেন, ‘রাশিয়ার ধারাবাহিক গোলাবর্ষণের কারণে আমরা আহতদের রাস্তা কিংবা বাড়ি থেকে হাসপাতালেও নিয়ে যেতে পারছি না।’
এদিকে কথিত গ্রিন করিডোর দিয়ে বেসামরিক নাগরিকদের শহর ছাড়ার আহ্বান জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আর রাশিয়া সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী জানিয়েছে, ইউক্রেন সেনাবাহিনী আত্মসমর্পণ না করলে কোনোভাবেই তারা হামলা বন্ধ করবে না।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল