ইউক্রেনে ‘স্বাস্থ্যসেবা, হাসপাতাল, স্বাস্থ্যসেবাকর্মী, অ্যাম্বুলেন্সের ওপর হামলা অবিলম্বে বন্ধ করার’ আহ্বান জানিয়েছে জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক তার দৈনিক সংবাদ সম্মেলনে বলেন, ‘এগুলির কোনোটিই কখনোই লক্ষ্য হওয়া উচিত নয়।’
ডুজারিক বলেন, বন্দর নগরী মারিউপোলের শিশু ও প্রসূতি হাসপাতালে জঘন্য হামলার বিশদ বিবরণ জরুরিভাবে নিয়েছে জাতিসংঘ। এতে অন্তত ১৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে অন্তত ১৮টি ভিন্ন ভিন্ন হামলার ঘটনা যাচাই করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ব্লিউএইচও)। এসব হামলায় অন্তত ১০ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে।
ডব্লিউএইচও প্রধান টেড্রস আধানম গ্যাব্রেয়েসুস এর আগে বলেছিলেন, ‘এসব হামলা পুরো সম্প্রদায়কে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করে।’
সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ