ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘খুব দেরি হয়ে যাওয়ার আগে বিশ্ব যদি ইউক্রেনকে সাহায্য না করে তাহলে লাখ লাথ মানুষ মারা যেতে পারে।’
স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ইউক্রেনের রাজধানী শহরে নেতার কার্যালয়ের ভেতরে স্কাই নিউজের বিশেষ সংবাদদাতা অ্যালেক্স ক্রফোর্ড এই সাক্ষাৎকার নেন।
এ সময়, ভলোদিমির জেলেনস্কি পশ্চিমের কাছে নো-ফ্লাই জোন আরোপ করার জন্য তার আহ্বান পুনর্ব্যক্ত করেন।
বিশ্ব নেতাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়ে তিনি বলেন, ‘আমি আপনাদের কয়েকবার, মিলিয়নবার জিজ্ঞাসা করার জন্য অপেক্ষা করবেন না। আকাশ বন্ধ করুন।’
মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো নো-ফ্লাই জোন না দেওয়া কথা বলেছে। কারণ, এটি তাদের রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে নিয়ে যেতে পারে।
তিনি যোগ করেন, ‘তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে এবং শুধু তখনই আপনারা নো-ফ্লাই জোন তৈরি করবেন - কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে।’
সূত্র : বিবিসি, স্কাই নিউজ
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ