পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা। মঙ্গলবার জ্যেষ্ঠ বিরোধী নেতাদের একটি প্রতিনিধি দল জাতীয় সংসদের সচিবালয়ে তাদের অনাস্থা প্রস্তাব জমা দেন। পিএমএল-এন মুখপাত্র মারিয়াম আওরঙ্গজেব এ তথ্য নিশ্চিত করেছেন। খবর দ্য ডনের।
ইসলামাবাদে সংসদ ভবনে যাওয়া প্রতিনিধি দলে ছিলেন বিরোধী দলের আইনপ্রণেতা রানা সানাউল্লাহ, আয়াজ সাদিক, শাজিয়া মারি ও মারিয়াম আওরঙ্গজেব। অনাস্থা প্রস্তাব জমা দেওয়ার সময় স্পিকার আসাদ কায়সার তার কার্যালয়ে উপস্থিত ছিলেন না। তাই এ সংক্রান্ত নথি সচিবালয়ে জমা দেওয়া হয়।
বিরোধী দলের নেতারা প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের ডাক দেওয়ার প্রস্তাব দিয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা