ইউক্রেনে মার্কিন সেনা মোতায়েন দেখতে চান ইরাক ও সিরিয়ায় নিয়োজিত সাবেক মার্কিন দূত জেমস জেফরি।
ইউক্রেনে সুরক্ষিত মানবিক অঞ্চল প্রতিষ্ঠার অংশ হিসেবে জাতিসংঘ এবং মার্কিন সেনাদের ইউক্রেনে প্রবেশের আহ্বান জানিয়েছেন তিনি।
জেমস জেফরির যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে ইসলামিক স্টেটকে পরাজিত করার কৃতিত্ব রয়েছে।
যুক্তরাষ্ট্রের সাবেক এই দূত বলেন, ইউক্রেনের উচিত সুরক্ষা বলয় গড়ার জন্য জাতিসংঘের হস্তক্ষেপ চাওয়া। শান্তিরক্ষা হস্তক্ষেপের মতো এই উদ্যোগ ২০০৬ সালে দক্ষিণ লেবাননে ইসরায়েলি অনুপ্রবেশ বন্ধ করেছিল।
তিনি বলেন, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে রাশিয়ার ভেটোর কারণে ন্যাটো সাহায্য করতে পারবে না। তবে সুরক্ষিত বলয়ের অধীন মার্কিন সেনারা ইউক্রেনে থাকতে পারবে।
তার মতে—সিরিয়ায় এই ধরনের সুরক্ষা বলয় আছে যেখানে যুক্তরাষ্ট্র ও তুরস্কের সেনা রয়েছে। ব্যতিক্রম একটি ঘটনা ছাড়া রুশ বাহিনী সুরক্ষা বলয়ে হামলা করেনি।
বিডিপ্রতিদিন/কবিরুল