রাশিয়া ইউক্রেনে রাসায়নিক বা জৈব অস্ত্র ব্যবহার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি।
ইউক্রেনে যুক্তরাষ্ট্র রাসায়নিক অস্ত্র তৈরি করছে – এমন ‘মিথ্যা দাবি’ করার অভিযোগ করে এক টুইট বার্তায় সাকি রাশিয়ার সমালোচনা করেন। একইসঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, রাশিয়া ইউক্রেনে জৈব অস্ত্র ব্যবহার করবে বলে আগেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তারা ‘মিথ্যা অভিযোগ’ তুলছে।
তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, রাশিয়া ইউক্রেনে রাসায়নিক বা জৈব অস্ত্র ব্যবহার করার প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে। যদিও দাবির বিপরীতে কোনো প্রমাণ সরবরাহ করেননি তিনি। তবে তিনি বলেছেন, রাশিয়ার জৈব অস্ত্র ব্যবহারের অতীত ইতিহাস রয়েছে।
এর আগে গতকাল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা ইউক্রেনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন।
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক জৈব কর্মসূচিতে অর্থায়ন করেছে।
রাশিয়ার আরও অভিযোগ করছে — ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সমর্থিত জৈব সামরিক কর্মসূচিতে অ্যানথ্রাক্স, প্লেগের রোগের মতো জীবানু রয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর পেন্টাগন বলেছে, রাশিয়ার অভিযোগ ‘হাস্যকর’।
সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল