সংকট সমাধানের জন্য আলোচনায় বসতে তুরস্কে পৌঁছেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। ইউক্রেনের একটি টেলিভিশন বিষয়টি নিশ্চিত করেছে।
আজ বৃহস্পতিবার আনতালিয়ায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে বৈকতে বসবেন কুলেবা।
বুধবারই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান জানিয়েছিলেন, তার আশা আনতালিয়ায় হতে যাওয়া দুই মন্ত্রীর বৈঠক থেকেই স্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা আসবে।
এরদোগান বলেছিলেন, এই আলোচনা থেকেই স্থায়ী যুদ্ধবিরতির দরজা খুলে যাবে।
তুরস্ক ন্যাটোর সদস্য হলেও রাশিয়ার বিপক্ষে কোনো ব্যবস্থা নিতে রাজি হয়নি দেশটি। বেলারুশ সীমান্তে তৃতীয় দফায় বৈঠকে বসেও এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি রাশিয়া ইউক্রেন।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল