গত কয়েকদিন ধরে ইউক্রেনের শরণার্থীরা বেলারুশের ব্রিটিশ দূতাবাসে ভিসার জন্য ভিড় জমাচ্ছেন। তারা যুক্তরাজ্যে ঢোকার অনুমতি চাচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ ভিসা কার্যালয়।
বৃহস্পতিবার সকালে বেলারুশের ব্রিটিশ ভিসা অফিসের ঢোকার চেষ্টা করছিল ইউক্রেনীয়রা। ভিসা অফিসের দাবি, সক্ষমতার তুলনায় আবেদনকারী সংখ্যা অনেক বেশি। ফলে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
যাদের সহায়তা করা যাচ্ছে না, আপাতত তাদের কাছে ক্ষমা চেয়ে ব্রিটিশ ভিসা অফিস। এখন পর্যন্ত বেলারুশের যুক্তরাজ্যের ভিসা অফিস ৫০০ জনকে ভিসা দিয়েছে। আরও ১০ হাজারের বেশি লোক পারিবারিক ভিসার জন্য আবেদন করেছেন।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল