বেসামরিক নাগরিকদের বিভিন্ন শহর ছাড়তে বৃহস্পতিবারও সাতটি মানবিক করিডোর চালু রেখেছে ইউক্রেন। দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক জানিয়েছেন, মারিওপোলসহ বিভিন্ন শহরে সাত মানবিক করিডোর দিয়ে উদ্ধার কাজ চলছে।
এইসব মানবিক করিডোরে আপাতত সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ রেখেছে রাশিয়া ও ইউক্রেন। সাধারণ মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে এই পথ ব্যবহার করা হচ্ছে।
সুমির আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, যুদ্ধবিরতির আওতায় তার এলাকায় বেসামরিক নাগরিকদের উদ্ধার কাজ চলছে।
এদিকে মারিওপোলে শিশু হাসপাতালে বোমা হামলার ঘটনাকে যুদ্ধাপরাধ বলে দাবি করেছে ইউক্রেন। যদিও হামলার খবরকে ভুয়া বলছে রাশিয়া।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল