রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনার পর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কুলেবাও পাল্টা দাবি তুলেছেন। তিনি বলেছেন সমাধান চাইলে দ্রুতই ইউক্রেনের গ্যাস ও পারমাণবিক সেবা অঞ্চল থেকে রুশ সেনাদের সরে যেতে হবে।
এদিকে কুলেবার সাথে বৈঠক শেষ করে রুশ পররাষ্ট্রমনন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ‘সাধারণ নাগরিকদের জিম্মি করে তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে ইউক্রেন।’
তিনি সাংবাদিকদের বলেন, ‘তুরস্কের আমন্ত্রণে আয়োজিত বৈঠকে মানবিক বিষয়গুলো নিয়েই বেশি আলোচনা হয়েছে।’ ল্যাভরভের দাবি, ইউক্রেনের সাধারণ মানুষ তার দেশের বাহিনীর কাছেই জিম্মি। তাদেরকেই ইউক্রেন সেনারা মানব ঢাল বানাচ্ছে।
স্থায়ী যুদ্ধ বিরতির যে প্রত্যাশা তুর্কি প্রেসিডেন্ট এরদোগান করেছিলেন বুধবার সেখানেও আপাতত কোনো আশা দেখাতে পারেনি এই বৈঠক। তবে ল্যাভরভ জানিয়েছেন, বেসামরিক নাগরিকদের জন্য মানবিক করিডোর খোলা থাকবে।
বিডি প্রতিদিন/নাজমুল