সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে সোমবার ২৬তম দিনে গড়িয়েছে রুশ অভিযান।
এদিন রুশ অভিযানের বিরুদ্ধে নিজেদের প্রতিরোধ গড়ে তোলার হালনাগাদ তথ্য প্রকাশ করেছে ইউক্রেনের বিমান বাহিনী। খবর বিবিসির।
এতে বলা হয়েছে, রবিবার ইউক্রেনীয় বিমান বাহিনী রাশিয়ার সাতটি বিমান লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এর মধ্যে রয়েছে একটি বিমান, চারটি মানুষবিহীন বিমান (ইউএভি) এবং দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র।
বিগত দিনে ‘প্রতিরক্ষা বাহিনীর কর্মের অবস্থান এবং প্রকৃতি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়নি’।
অভিযানে রাশিয়ার মনুষ্যবাহী বিমান ব্যবহারের তীব্রতা হ্রাস পেয়েছে। তবে দেশটি এখনও হামলার কার্যকারিতা মূল্যায়নের জন্য মনুষ্যবিহীন আকাশযান ব্যবহার করছে।
ডোনেটস্ক এবং লুহানস্ক অঞ্চলে রুশ বাহিনী জোরপূর্বক মানুষদের সংঘবদ্ধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।
তবে ইউক্রেনীয় বাহিনীর এসব দাবি নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি বিবিসি।
উল্লেখ্য, ইউক্রেনে সামরিক অভিযানের বিগত ২৫ দিনে দেশটির বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম