ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনে আর্থিক সহায়তা এবং অস্ত্র সরবরাহ বাড়াবে। সোমবার ব্রাসেলসে বিশেষ পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলের আগে জার্মান অর্থমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক এই তথ্য জানান।
তিনি বলেন, আমরা সামরিক পণ্য ক্রয়ের জন্য আর্থিক সহায়তা বাড়িয়ে ১ কোটি ইউরো করব। ইউক্রেনের পক্ষে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সংহতির লক্ষ্যে এমন উদ্যোগ উল্লেখ করে তিনি বলেন, বেসামরিক নাগরিকদের রক্ষার জন্য ইউক্রেনের আরও অস্ত্র দরকার। জার্মানির অস্ত্র উৎপাদনকারীদের কাছ থেকে ইউক্রেনের জন্য অস্ত্র কেনা হবে।
তারা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে উল্লেখ করে জার্মানির এই মন্ত্রী বলেন, আমরা একটি যুদ্ধের মাঝখানে রয়েছি। সুতরাং কোন অস্ত্র সরবরাহ করা হবে এবং কোথায় দেওয়া হবে সে সম্পর্কে সম্পূর্ণ সতর্কতা অবলম্বন প্রয়োজন।
ইইউ জোটকে অবশ্যই অন্য দেশে যুদ্ধ ছড়িয়ে পড়া প্রতিরোধ করতে হবে উল্লেখ করে বেয়ারবক বলেন, ইউক্রেনীয়দের প্রতি আমাদের দায়িত্ব আছে, কিন্তু সাড়ে ৪ কোটি ইউরোপীয় এবং ন্যাটো সদস্যদের প্রতিও আমাদের দায়িত্ব রয়েছে।
সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল