রাশিয়ার একটি ট্যাবলয়েডে ইউক্রেনে নিহত রুশ সেনাদের তালিকা প্রকাশ করা হয়। কিন্তু ২১ ঘণ্টা পর ট্যাবলয়েডটি এই তথ্য সরিয়ে ফেলেছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, কমসমোসকায়া প্রাভডা নামে ট্যাবলয়েডটিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে তথ্য প্রকাশ করা হয় যে, ইউক্রেনে বিশেষ অভিযানে এখন পর্যন্ত ৯ হাজার ৮৬১ জন রুশ সেনা নিহত এবং ১৬ হাজার ১৫৩ জন আহত হয়েছেন।
সিএনএন ওয়েবসাইটির এইচটিএমএল কোড বিশ্লেষণ করে দেখেছে, সোমবার মস্কোর সময় রাত ১২টা ০৯ মিনিটে ওই তথ্য প্রকাশ করা হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্যাবলয়েডে প্রকাশিত তথ্য নিয়ে বেশ হইচই শুরু হয়। এর দীর্ঘ ২১ ঘণ্টা পর প্রকাশিত তথ্য আপডেট করে লেখা হয়, ওয়েবসাইট হ্যাক করে ভুয়া তথ্য সন্নিবেশিত করা হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করে রুশ বাহিনী। যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ গোয়েন্দারা বলছে, ইউক্রেনে রুশ সেনারা বেশ হতাহতের শিকার হয়েছে। রাশিয়া তাদের সেনা নিহত হওয়ার কথা স্বীকার করলেও, কতজন সেনা নিহত হয়েছে সেটা প্রকাশ করছে না।
বিডিপ্রতিদিন/কবিরুল