রাজধান কিয়েভের পাশ্ববর্তী মাকারিভ শহর পুনর্দখলের দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। খবর বিবিসির।
মঙ্গলবার যুদ্ধের সর্বশেষ হালনাগাদ তথ্যে ইউক্রেনের জেনারেল স্টাফ অব আর্মড ফোর্সেস জানায়, “ইউক্রেনীয় বাহিনী রুশ সেনাদের ওই শহর থেকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছে।”
ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, “এই বীরত্বপূর্ণ কর্মের জন্য আমাদের প্রতিরোধকারীদের ধন্যবাদ, মাকারিভ শহরের উপর ইউক্রেনের রাষ্ট্রীয় পতাকা উত্তোলন করা হয়েছে, শত্রুদের তাড়িয়ে দেওয়া হয়েছে।”
তবে ইউক্রেনের এই দাবি নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি বিবিসি।
উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে মঙ্গলবার ২৭তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ২৬ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম