সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে মঙ্গলবার ২৭তম দিনে গড়িয়েছে রুশ অভিযান।
বিগত ২৬ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এই সময়ে রুশ বাহিনীর অভিযানে দেশটিতে ৯২৫ বেসামরিক লোক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস (ওএইচসিএইচআর)।
সংস্থাটি বলেছে, নিহতদের মধ্যে ১১ জন কন্যা, ২৫ বালক শিশু রয়েছে। এছাড়া আরও ৩৯ শিশুর লিঙ্গ নিশ্চিত হওয়া যায়নি।
এই সময়ে আহত হয়েছে কমপক্ষে এক হাজার ৪৯৬ জন বেসামরিক লোক।
ওএইচসিএইচআর জানিয়েছে, “অধিকাংশ বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে বিস্ফোরক অস্ত্রের ব্যবহারে। এর মধ্যে রয়েছে ভারী কামান এবং একাধিক-লঞ্চ রকেট সিস্টেম থেকে গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার ঘটনা।”
সংস্থাটি আরও সতর্ক করে দিয়ে বলেছে, “প্রকৃত পরিসংখ্যান ‘উল্লেখযোগ্যভাবে বেশি’ হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সাম্প্রতিক দিনগুলোতে যেহেতু তীব্র আক্রমণ চলছে, ফলে কিছু স্থান থেকে তথ্য প্রাপ্তি বিলম্বিত হয়েছে এবং অনেক রিপোর্ট এখনও স্থগিত রয়েছে।” সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/কালাম