ইউক্রেনের রুশ বাহিনীর সামরিক জেরে আমদানি ঘাটতির কারণে বন্ধ হয়ে গেল রাশিয়ার একটি ট্যাঙ্ক কারখানার উৎপাদন।
সোমবার এক ফেসবুক পোস্টে ইউক্রেনের জেনারেল স্টাফ অব আর্মড ফোর্সেস এই দাবি করেছে। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের জেনারেল স্টাফ অব আর্মড ফোর্সেস এই দাবি করেছে যে রাশিয়ার মধ্যাঞ্চলে অবস্থিত উরালভাগনজাভোড ট্যাঙ্ক কারখানা আমদানি ঘাটতি কারণে উৎপাদন বন্ধ করে দিয়েছে। এই কারখানায় মূলত বিদেশ থেকে আমদানি করা যন্ত্রাংশের দ্বারা ট্যাঙ্ক উৎপাদন করা হত। আর এর বেশির ভাগ যন্ত্রাংশই আমদানি করা হতো পশ্চিমা দেশগুলো থেকে।
তবে উরালভাগনজাভোড ট্যাঙ্ক কারখানার উৎপাদন বন্ধের বিষয়ে রুশ মিডিয়া কোনও সংবাদ পাওয়া যায়নি এবং বিবিসির পক্ষেও নিরপেক্ষভাবে খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে মঙ্গলবার ২৭তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ২৬ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম