আবারও রাশিয়ার যুদ্ধবিমানের পাইলটদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, “আমি আবারও রুশ পাইলটদের উদ্দেশ্যে বলছি, তারা যে নির্দেশ পালন করে বেসামরিক লোকদের হত্যা করছে, আজ হোক কিংবা কাল- এজন্য তাদেরকেই দায়ী হতে হবে এবং এটা অনিবার্য। কেননা, বেসামরিক লোক হত্যা করা একটি অপরাধ।”
তিনি বলেন, “বিশেষ করে আমরা মারিউপোলের চালানো বোমারু বিমানের আক্রমণের কথা বলছি। যারা আমাদের শান্তিপূর্ণ ভূমিতে আমাদের বেসামরিক নাগরিকদের হত্যা করছে তাদের প্রত্যেকের সাথে এটি ঘটবে।”
তিনি ইউক্রেনীয় সরকারের ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা বলেন।
উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে বুধবার ২৮তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ২৭ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/কালাম