ইউক্রেনের উত্তারাঞ্চলীয় শহর চেরনিহিভে প্রত্যেক দিন অন্তত ৪০ জনকে মাটি বা গোর দিতে হচ্ছে বলে জানিয়েছেন শহরটির মেয়র ভ্লাদিস্লাভ আত্রোশেঙ্কো।
তিনি স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, রাশিয়ার সেনারা অনবরত বেসামরিক নাগিরকদের ওপর হামলা চালাচ্ছে। হাসপাতাল ও স্কুলগুলোতেও হামলা হচ্ছে। এছাড়াও রুশ সেনাদের আক্রমণে পানি ও বিদ্যুৎবঞ্চিত শহরটির অনেক মানুষ।
তিনি আরও বলেন, ‘প্রত্যোক দিন ৪০ জনের মতো মানুষকে সমাহিত করতে হচ্ছে। যুদ্ধের আগে যে সংখ্যা ছিল মাত্র ৮।’
মেয়র আরও জানিয়েছেন, কেবল স্বেচ্ছাসেবকরা আহত শত শত মানুষের কাছে ওষুধ পৌঁছে দিচ্ছে।
এদিকে শুরু থেকেই ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর মারিওপোলে আক্রমণ চালাচ্ছে রাশিয়ার সেনারা। এখন শহরটিতে অনবরত গোলাবর্ষণ চলছে। শহরটিতে মানবিক করিডোর খুললেও এখনও ঝুঁকিতে থাকা সব বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া যায়নি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘এখন সেখানে এক লাখের বেশি মানুষ আটকা পড়ে আছে। মানবেতর অবস্থায় যাদের দিন কাটছে।
এই ঘটনাকে ভয়ংকর বলে আখ্যা দিয়ে তিনি বলেন, ‘কোনো খাবার নেই, কোনো পানি নেই, নেই ওষুধও। অনবরত গোলাবর্ষণ চলছে, চলছে বোমা হামলাও।’
মার্কিন মহাকাশ সংস্থা ম্যাক্সারের স্যাটেলাইট চিত্রেও এই ধ্বংসযজ্ঞ উঠে এসেছে জানানো হয়েছে বিবিসির প্রতিবেদনে।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল