করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। মৃদু উপসর্গ থাকলেও শারীরিক জটিলতা নেই বলে জানিয়েছেন ৭৪ বছর বয়সি সাবেক এই ফার্স্টলেডি।
মঙ্গলবার তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে।
টুইট বার্তায় হিলারি লেখেন, করোনার টিকা থেকে পাওয়া সুরক্ষার প্রতি আমি কৃতজ্ঞ। যারা এখনও টিকা নেননি অনুগ্রহ করে দ্রুত নিয়ে নিন।
তিনি আরও জানান, তার স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনেরও নমুনা পরীক্ষা করা হয়েছে। ফল নেগেটিভ, তিনি কোয়ারেন্টিনে আছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন