ইউক্রেনে সেনা অভিযানের ঘটনায় রাশিয়ার ৪৫ কূটনৈতিককে বহিষ্কার করেছে পোল্যান্ড। বুধবার পোলিশ পররাষ্ট্র মন্ত্রণালরে মুখপাত্র এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
মুখপাত্র স্ট্যানিস্ল জানিয়েছেন, এদের মধ্যে অনেকের বিরুদ্ধে কূটনৈতিক কাজের আড়ালে গোয়েন্দাবৃত্তির অভিযোগ আছে।
পোল্যান্ডে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে তলবের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনার পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া।
এদিকে এখন পর্যন্ত রাশিয়ার ৩০০ বিলিয়ন ডলার সমমূল্যের সম্পদ বিশ্বের নানা দেশে জব্দ করা হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের অর্থনৈতিক উপদেষ্টা ওলেগ উসতেঙ্কো।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে তিনি জানিয়েছেন, ‘তবুও এই নিষেধাজ্ঞা যথেষ্ট নয়। প্রতিদিনই ক্ষয়ক্ষতির হার বাড়ছে। আমরা আরও নিষেধাজ্ঞা চাই।’
তিনি আরও বলেন, ‘আমাদের এখন প্রধান লক্ষ্য রাশিয়ার আরও সম্মদ জব্দ করা। যা পুনর্গঠনে কাজে লাগবে।’
আল জাজিরাকে তিনি আরও বলেছেন, ‘আমরা শক্তভাবেই বিশ্বাস করি আমাদের ইউরোপে মিত্ররা রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা দেবে।’
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল