ইউক্রেনে সেনা অভিযানের ঘটনায় রাশিয়ার সাথে যারা অবন্ধুসুলভ আচরণ করছে, সেসব দেশের কাছে রুশ মুদ্রা রুবলে গ্যাস বিক্রির ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ‘অবন্ধুসুলভ’ দেশগুলোর কাছে রুবলে গ্যাস বিক্রি শুরু করবে মস্কো।
রাশিয়ার ওপর নানা মাত্রার শত শত নিষেধাজ্ঞা দিলেও এখনও ইউরোপের অনেক দেশ জ্বালানি বিশেষ করে তেল ও গ্যাসের জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল।
পুতিন বলেন, ‘আগে সই করা চুক্তি অনুসরণ করে রাশিয়া অবশ্যই ভলিউম ও মূল্য অনুযায়ী প্রাকৃতিক গ্যাস সরবরাহ অব্যাহত রাখবে। এই পরিবর্তন শুধু অর্থপ্রদানের মুদ্রার বিষয়ে হবে। মুদ্রা হিসেবে রাশিয়ান রুবল ব্যবহার করা হবে।’
রুশ সরকারের শীর্ষ কর্তাদের সাথে বৈঠকে পুতিন এ কথা বলেন, রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজমুল