ইউক্রেনে সেনা অভিযান চালিয়ে বড় ভুল করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রাসেলসে এমন মন্তব্য করেছেন সামরিক জোট ন্যাটোর প্রধান জেন্স স্টোলটেনবার্গ।
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন স্বাধীন-সার্বভৌম দেশ ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে জড়িয়ে বড় ভুল করে ফেলেছেন। তিনি ইউক্রেনের মানুষকে হেয় প্রতিপন্ন করেছেন। ইউক্রেনের মানুষ ও তাদের সেনারা সাহসের সাথে রাশিয়াকে মোকাবেলা করছে।’
ন্যাটো প্রধান আরও বলেন, ন্যাটোকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই ব্রাসেলসে জোটভুক্ত দেশগুলোর জরুরি বৈঠক।
এদিকে ন্যাটোর বৈঠককে সামনে রেখে বিশ্বজুড়ে প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার তিনি সবাইকে রাস্তায় এসে রাশিয়া বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।
ইউক্রেনে রুশ সেনা অভিযানের পর থেকে এই প্রথম ইংরেজিতে ভাষণ দিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়ার এই যুদ্ধ কেবল ইউক্রেনের মানুষের বিপক্ষে নয়। এটা গোটা বিশ্বের স্বাধীনতার বিপক্ষে। বিশ্বের রাশিয়ার এই নির্মমতা থামানো দরকার।
তিনি বলেন, ‘আপনার অফিস থেকে আসুন, বাড়ি, স্কুল, বিশ্ববিদ্যালয় থেকে আসুন। আসুন শান্তির জন্যে। ইউক্রেনের প্রতীক হাতে ইউক্রেনের সহায়তায় এগিয়ে আসুন। আমাদের জীবন ও স্বাধীনতার পক্ষে দাঁড়ান।’
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল