রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের রাষ্ট্রীয় গ্যাস রপ্তানিকারক প্রতিষ্ঠান গ্যাজপ্রমকে রুবলে মূল্য নেওয়ার নির্দেশ দিয়েছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই তথ্য জানিয়েছেন।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে সাংবাদিকরা প্রশ্ন করেন—রুবলে মূল্য পরিশোধ না করলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে গ্যাস দেওয়া হবে কি-না। এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, প্রেসিডেন্ট পুতিন গ্যাজপ্রমকে রুবলে মূল্য নেওয়ার নির্দেশ দিয়েছেন।
ক্রেমলিনের মুখপাত্র বলেন, আগামী এক সপ্তাহ অথবা চারদিনের মধ্যে গ্যাজপ্রমের উচিত রুবলে মূল্য নেওয়ার পদ্ধতি বের করা।
এর আগে বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘বন্ধু নয়’ এমন দেশে বিক্রি করা গ্যাসের মূল্য রুশ মুদ্রা রুবলে পরিশোধ করা হোক এমনটি চান বলে জানিয়েছিলেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালানোর পর রাশিয়ার ওপর ইউরোপের দেশগুলো ও যুক্তরাষ্ট্র ব্যাপক অবরোধ আরোপ করে। কিন্তু গৃহস্থালির কাজ ও বিদ্যুৎ উৎপাদনে রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীল ইউরোপ। রাশিয়ার জ্বালানি খাতে অবরোধ আরোপ করা হবে কি না, এ নিয়ে দ্বিধাবিভক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
রয়টার্স বলছে, পুতিনের বার্তা স্পষ্ট, ‘তোমরা যদি আমাদের গ্যাস চাও, আমাদের মুদ্রা ক্রয় করো।’ অবশ্য ইউরোর মাধ্যমে লেনদেনে বর্তমান যে চুক্তিগুলো আছে, রাশিয়ার একপক্ষীয়ভাবে সেগুলো পাল্টে দেওয়ার ক্ষমতা আছে কি না, তা অস্পষ্ট।
বিডিপ্রতিদিন/কবিরুল