‘অবন্ধু দেশের’ কাছে রুশ মুদ্রা রুবলে গ্যাস বিক্রি করা হবে বলে জানিয়েছিলেন ভ্লাদিমির পুতিন। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ পুতিনের এমন প্রস্তাব প্রত্যাখান করেছেন।
ম্যাক্রোঁ বলেন, রুবলে গ্যাস কেনার কোনো যৌক্তিকতা নেই।
ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলন শেষে ফরাসি প্রেসিডেন্ট বলেন, সবকিছুই স্পষ্ট। ইউরোপের অঞ্চলে ইউরো দিয়েই লেনদেন হবে। নতুন করে অন্য কোনো দাবি পূরণ সম্ভব নয়।
ইউক্রেনে হামলার পর কোন কোন দেশ বন্ধু, আর কোন কোন দেশ বন্ধু নয়—এমন তালিকা করেছে রাশিয়া। এ তালিকায় মূলত রাশিয়ার আক্রমণের বিরোধিতাকারীদের রাখা হয়েছে। রুশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বন্ধু নয়, এমন রাষ্ট্রের প্রতিষ্ঠান বা ব্যক্তির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক এখন থেকে পর্যালোচনা করবে সরকারের একটি কমিশন।
রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক এক নির্দেশনায় বলেছে, এসব দেশের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে রাশিয়ার ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করতে হলে রুবলে অর্থ পরিশোধ করতে হবে। এ জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো মুদ্রা দিয়ে রুবলের সমপরিমাণ অর্থ জমা করতে হবে।
ইউক্রেন আগ্রাসনের পর রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ তাদের মিত্ররা। কেন্দ্রীয় ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় এরই মধ্যে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে দেশটি। ডলারের বিপরীতে কমেছে রুবলের দর। এমন পরিস্থিতিতে পুতিনের পক্ষ থেকে গ্যাস রুবলে বিক্রির ঘোষণা দেওয়া হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল