কাতারের আমির শেখ তামিম বিন হামদ আল থানি ইউক্রেনের যুদ্ধকে ‘অন্যায্য’ বলে মন্তব্য করেছেন। ইউক্রেনের লাখ লাখ শরণার্থীদের পাশে থাকারও ঘোষণা দিয়েছেন তিনি।
দোহা ফোরামের উদ্বোধনী বক্তৃতায় কাতারের আমির এই মন্তব্য করেন।
বক্তৃতায় আমির শেখ তামিম বলেন, তিনি যেকোনো জাতীয় সার্বভৌমত্বে আক্রমণেরর বিরুদ্ধে।
লাখো নিষ্পাপ শরণার্থীর সঙ্গে একাত্মতা পোষণ করে কাতারের আমির বলেন, তারা ‘অনর্থক যুদ্ধ’ এবং ভূরাজনৈতিক হিসাব-কিতাবের শিকার।
কাতার বিশ্বের অন্যতম শীর্ষ গ্যাস সরবরাহকারী দেশ। ইউক্রেনে আক্রমণ করায় রাশিয়ার সঙ্গে সম্পর্ক অবনতির ফলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো গ্যাসের জন্য কাতারমুখী হচ্ছে। এর অংশ হিসেবে জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হেবেক চলতি সপ্তাহে কাতার সফর করেন। ইউরোপ যেন গ্যাস সংকটে না পড়ে সেজন্য কাতারের সঙ্গে ফেব্রুয়ারির শুরুতে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
বিডিপ্রতিদিন/কবিরুল