ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে দেশটির সঙ্গে পঞ্চম দফা আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। লেবানন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তার দেশের এ প্রস্তুতির কথা ঘোষণা করেন।
তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক ভালো নয় কিন্তু এই পরিস্থিতির জন্য ইরান দায়ী নয়। আব্দুল্লাহিয়ান বলেন, সম্পর্ক স্বাভাবিক করতে রিয়াদের সঙ্গে আলোচনায় বসতে তেহরান প্রস্তুত রয়েছে।তিনি বলেন, তেহরান-রিয়াদ সম্পর্কের ক্ষেত্রে কঠিন কিছু চ্যালেঞ্জ থাকলেও তেহরান আলোচনার দরজা সব সময় খোলা রাখতে চায়।
ইরানের সঙ্গে সম্পর্ক সৌদি আরবই ছিন্ন করেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতসহ সবগুলো আরব দেশের সঙ্গে ইরানের সম্পর্ক রয়েছে কিন্তু সৌদি আরব প্রথম দেশ যে কিনা ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।
তিনি বলেন, সৌদি আরবের নীতি সম্পর্কে আমাদের কিছু আপত্তি থাকলেও তাদের সঙ্গে আমরা সম্পর্ক ছিন্ন করিনি। আব্দুল্লাহিয়ান বলেন, একদিনে ৮১ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করাসহ সৌদি আরবের এ ধরনের কিছু রীতিবিরুদ্ধ কাজ দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
ইয়েমেন যুদ্ধ সম্পর্কে ইরানের অবস্থান জানতে চাওয়া হলে আব্দুল্লাহিয়ান বলেন, ইয়েমেনের জনগণ তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে লড়াই চালিয়ে যাচ্ছে সেটি তাদের নিজস্ব ব্যাপার। তবে চলমান যুদ্ধ বন্ধ এবং দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারকে তেহরান স্বাগত জানাবে এবং এ লক্ষ্যে ইরান সব রকম প্রচেষ্টা চালিয়ে যাবে।
তিনি বলেন, ইয়েমেনে যা কিছু ঘটে তার দায় ইরানের ওপর চাপিয়ে দেয়া ন্যায়সঙ্গত নয়।ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সৌদিকে জানিয়ে দিয়েছি, ইয়েমেন পরিস্থিতি সেদেশের জনগণের বিষয় এবং এর সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই। সূত্র: পার্সটুডে
বিডি প্রতিদিন/আরাফাত