কাতারের অনুষ্ঠিত দোহা ফোরামে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার ব্লাকমেইল এড়াতে তিনি জ্বালানি উৎপাদনকারী দেশগুলোকে অধিক পরিমাণে তেল-গ্যাস উৎপাদনের আহ্বান জানিয়েছেন। খবর সিএনএনের।
জ্বালানি উৎপাদনকারী দেশগুলোর উদ্দেশ্যে জেলেনস্কি বলেন, ইউরোপের ভবিষ্যৎ নির্ভর করছে আপনাদের কর্মপ্রচেষ্টার ওপর। জ্বালানিকে রাশিয়া যাতে অস্ত্র হিসেবে ব্যবহার না করতে পারে তার জন্য অধিক পরিমাণ জ্বালানি উৎপাদন করুন। ইউরোপের স্থিতিশীলতা অর্জনে কাতার ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
জেলেনস্কি বিশ্বের অন্য সংঘাতপীড়িত দেশগুলো নিয়েও কথা বলেন। তিনি বলেন, শুধুমাত্র ইউক্রেনের জন্য নয়, আফগানিস্তান, ইরাক, ইয়েমেনের জন্যও আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখা প্রয়োজন। রাশিয়ার আক্রমণের কারণে ইউক্রেন থেকে সমগ্র বিশ্বে খাদ্য রপ্তানি ব্যাহত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল