ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা না করার জন্য ক্রমবর্ধমান চাপের মধ্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের জ্যেষ্ঠ কর্মকর্তা। সিএনএনের খবরে বলা হয়েছে, মস্কোতে এই বৈঠক হয়েছে।
চীনের কোরিয়া বিষয়ক প্রতিনিধি লিউ জিয়াওমিং টুইটারে বলেছেন, তিনি 'কোরীয় উপদ্বীপের পরিস্থিতি এবং পারস্পরিক উদ্বেগ সংক্রান্ত আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
লিউ জানান, তিনি রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ইগর মরগুলভের সঙ্গে প্রথমবারের মতো মুখোমুখি আলোচনা করেছেন।
উত্তর কোরিয়া গত বৃহস্পতিবার সবচেয়ে বড় আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালিয়েছে। এটা নিয়ে আঞ্চলিক উত্তেজনা তৈরি হওয়ার পাশাপাশি চীন এবং রাশিয়ার মধ্যেও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল