ফিলিপাইনের রাজধানী ম্যানিলার দক্ষিণে একটি হ্রদে অবস্থিত তাল নামের আগ্নেয়গিরিতে অগ্নুৎপাতের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার সকাল ৭টা ২২ মিনিটে আগ্নেয়গিরি থেকে ‘স্বল্প মেয়াদী’ অগ্নুৎপাত হয়। তবে আরও অগ্নুৎপাতের আশঙ্কা রয়েছে।
এক বিবৃতিতে ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলোজি অ্যান্ড সিসমোলোজি এ তথ্য জানিয়েছে। সেখানে আগ্নেয়গিরি থেকে ছাই ও ধোঁয়া নির্গত হওয়ার পর আশেপাশের এলাকাগুলো থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
আশঙ্কা করা হচ্ছে, বিপজ্জনক মাত্রায় দ্রুত গতিশীল গ্যাস, ছাই ও আবর্জনা প্রবাহের পাশাপাশি সুনামি হতে পারে। এই পরিস্থিতিতে হ্রদের আশেপাশের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া প্রয়োজন। সেখানের গ্রামগুলোতে ১২ হাজারেরও বেশি মানুষ বসবাস।
সূত্র : দ্য ম্যানিলা টাইমস।
বিডি-প্রতিদিন/শফিক