রাশিয়ার ধনকুবের ইউজিন শভিদলের দুইটি জেট বিমান জব্দ করেছে যুক্তরাজ্য। ক্রেমলিনের সাথে সংযোগ থাকার অভিযোগে আগেই তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ব্রিটিশ প্রশাসন।
অর্থমন্ত্রী গ্রান্ট শ্যাপস জানিয়েছেন, তিন সপ্তাহের তদন্তের পর বিমান দুইটি জব্দ করা হয়েছে।
টুইটারে তিনি বলেন, ‘পুতিনের বন্ধুরা কারি কারি অর্থ কামিয়ে দেশের বাইরে বিলাসিতা করবেন, আর সাধারণ মানুষ মারা যাবে, তা হতে পারে না।’
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল