পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না, মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্য নিয়েই শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই মনে করছেন, পুতিনকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।
পোল্যান্ডে দেওয়া এক ভাষণে বাইডেন বলেছিলেন, ‘ঈশ্বর চাইলে, এই মানুষটা (পুতিন) আর ক্ষমতায় থাকতে পারবেন না।’ এই বক্তব্যের পর মার্কিন প্রেসিডেন্টর বাসভবন হোয়াইট হাউজ জানিয়েছে, আসলে বাইডেন রাশিয়ার ক্ষমতায় পরিবর্তন আসুক তেমনটা চান না।
বাইডেনের বক্তব্যের পরই ঝাঁঝালো প্রতিক্রিয়া জানিয়েছিল রাশিয়া। ক্রেমলিন মুখপাত্র পেশকভ এক বিবৃতি জানান, ‘বাইডেন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারই রাখেন না। রাশিয়ার প্রেসিডেন্ট রাশিয়ানরাই ভোট দিয়ে নির্বাতিক করেন।’
পরে এক বিবৃতিতে হোয়াই হাউজের এক কর্মকর্তা জানিয়েছে, বাইডেন রাশিয়ার ক্ষমতা বদলানোর কথা বলেননি। তিনি বোঝাতে চেয়েছেন, পুতিন আসলে প্রতিবেশীদের ওপর এমন ক্ষমতার ব্যবহার করতে পারেন না।’
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল