আজারবাইজানের সেনাবাহিনীর বিরুদ্ধে নাগোরনো-কারাবাখ অঞ্চলে রাশিয়ান শান্তিরক্ষা মিশনের জোনে প্রবেশের অভিযোগ উঠেছে। প্রথমবারের মতো ২০২০ সালে হওয়া চুক্তি লঙ্ঘনের অভিযোগও তুলেছে রাশিয়া। তবে, আজারবাইজান মস্কোর এই অভিযোগ অস্বীকার করেছে। খবর ফ্রান্স টুয়েন্টিফোর ডটকম।
খবরে বলা হয়েছে, গতকাল শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখের যে এলাকা রুশ শান্তিরক্ষা বাহিনীর তত্ত্বাবধানে রয়েছে সেই এলাকায় চুক্তি ভেঙে আজারবাইজানের সামরিক বাহিনী প্রবেশ করেছে। সেখানে আজারবাইজান ৪টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এরপর রাশিয়া বিরোধপূর্ণ এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে আজারবাইজানের প্রতি।
এদিকে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় মস্কোর অভিযোগ অস্বীকার করে বলেছে, এটি এক পেশে অভিযোগ। বরং আর্মেনিয়ার ‘অবৈধ’ সশস্ত্র দল নাশকতা চালানোর চেষ্টা করছিল। ‘তৎক্ষণাৎ ব্যবস্থা’ নেওয়ায় তারা সরে গেছে। ২০২০ সালের নভেম্বরে সই করা চুক্তির প্রতি আজারবাইজান শ্রদ্ধাশীল বলেও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্তায় উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, নাগোরনো-কারাবাখ নিয়ে প্রতিবেশী আর্মেনিয়া ও আজারবাইজানের দ্বিতীয় যুদ্ধে বিরোধপূর্ণ অঞ্চলের কিছু অংশ দখল করে নেয় আজারবাইজান। এখন সেখানে ২ হাজারের মতো শান্তিরক্ষী নিয়োগ করে রেখেছে রাশিয়া। সূত্র : ফ্রান্স টুয়েন্টিফোর ডটকম/আরব নিউজ
বিডি প্রতিদিন/আবু জাফর