পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না, শুক্রবার পোল্যান্ডে এমন মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন; এমনটাই মনে করেন মার্কিন কূটনীতিবিদ রিচার্ড হাশ।
বাইডেনের সমালোচনা করে এক টুইটে হাশ বলেন, ‘এই মন্তব্য পরিস্থিতি জটিল থেকে জটিলতর করে ফেলেছে। ভয়ংকর পরিস্থিতি আরও ভয়ংকর করে ফেলবে।’
মার্কিন পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কাউন্সিলের প্রেসিডেন্ট হাশ আরও বলেছেন, ‘জানি না কীভাবে এই ক্ষতি পোষানো যাবে, তবে আমার পরামর্শ তার (বাইডেন) প্রধান সাহায্যকারী বা উপদেষ্টার উচিত দ্রুতই রাশিয়ার সাথে যোগাযোগ করা এবং বিষয়টি রাশিয়ার কাছে পরিষ্কার করে সমঝোতায় পৌঁছানো।’
তার দাবি, পুতিন যদি বুঝে ফেলেন যে এমনটাই চাইছে সবাই। তাতে ঝুঁকি ও ইউক্রেন যুদ্ধের সময়কাল আরও দীর্ঘায়িত হবে।
সূত্র:বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল