রাশিয়ার সেনা অভিযান ইস্যুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।
এসময় দেশটির বর্তমান পরিস্থিতি, মস্কো-কিয়েভ সমঝোতা আলোচনা হয়েছে।
তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা দেওয়ার কথা ন্যাটোর সাম্প্রতিক বৈঠকেও তুলেছিলেন এরদোগান। ন্যাটো সম্মেলনের ফাঁকে অনান্য বিশ্ব নেতাদের সাথে বৈঠকেও ইউক্রেনের প্রসঙ্গ তোলার কথা জানান এরদোগান।
সমঝোতার কথা বললেও রাশিয়ার বিরুদ্ধে কোনো পদক্ষে নেবেন কিনা সে বিষয়ে জেলেনস্কি কিছুই জানানি। তুরস্কে ইউক্রেন ও রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক থেকেও কোনো সমাধান আসেনি।
সূত্র: গালফ টুডে
বিডি প্রতিদিন/নাজমুল