ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের ঘটনায় চেক প্রজাতন্ত্রের রাজধানী গ্রাগে পুতিনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছে দেশটিতে বসবাসকারী হাজার হাজার রুশ নাগরিক।
সেই প্রতিবাদ মিছিলে পুতিনের এমন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করা হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
অনেক বিক্ষোভকারী রক্তের প্রতীক হিসেবে লাল রঙ ছিটিয়ে এই পুতিন বিরোধী বিক্ষোভে অংশ নেয়। রাশিয়ার দূতাবাসে তারা এই রঙ ছিটিয়েছে।
অনেকে প্ল্যাকার্ডে লিখেছেন, ‘পুতিন, তুমি জাহান্নামে যাও।’ কেউ বলেছেন, ‘থামো পুতিন, যুদ্ধ থামাও।’ কারো হাতে প্ল্যাকার্ডে আবার পুতিনকে ব্যঙ্গ করে লেখা ছিল, ‘স্টপ পুটলার।’ এই ব্যানারে জার্মান স্বৈরশাসক হিটলারের সাথে পুতিনকে তুলনা করা হয়েছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল