সমগ্র ইউক্রেন দখল করতে ব্যর্থ হয়ে রাশিয়া দেশটিকে দুই ভাগে বিভক্ত করতে চাচ্ছে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান এমন দাবি করেছেন।
এর আগে শুক্রবার রাশিয়ার শীর্ষ সামরিক কমান্ডার সের্গেই রুস্কয় বুদানভ ইউক্রেনে সামরিক অভিযানের প্রথম ধাপের লক্ষ্য অর্জিত হয়েছে ঘোষণা দিয়ে বলেন, দ্বিতীয় ধাপে তাদের লক্ষ্য ইউক্রেনের পূর্বাঞ্চল।
রুশ সেনাবাহিনীর বক্তব্যের প্রতিক্রিয়ায় রবিবার এক বিবৃতিতে ইউক্রেনের গোয়েন্দা প্রধান কিরিল বুদানভ অভিযোগ করে বলেন, রাশিয়া ইউক্রেনে উত্তর এবং দক্ষিণ কোরিয়া সৃষ্টি করতে চাচ্ছে। রুশ সেনা দখলকৃত অঞ্চলে ইউক্রেনের সেনারা শিগগিরই গেরিলা পদ্ধতিতে আক্রমণ শুরু করবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গেরিলা যুদ্ধ এমন এক ধরণের যুদ্ধ পদ্ধতি যেখানে ভৌগোলিক সুবিধা ব্যবহার করে প্রতিপক্ষের ওপরে প্রাধান্য বিস্তার করা হয়। গেরিলারা যুদ্ধে জয় করার জন্য এবং সামরিক বাহিনীকে মোকাবিলা করার জন্য অনেক রকম সামরিক কৌশল ব্যবহার করে, যেমন অতর্কিত আক্রমণ, অন্তর্ঘাত, হানা, ক্ষুদ্র যুদ্ধ, হিট এবং রান কৌশল, ইত্যাদি।
সূত্র: গার্ডিয়ান
বিডিপ্রতিদিন/কবিরুল