চীনের ইস্টার্ন এয়ারলাইনসের বিধ্বস্ত উড়োজাহাজের দ্বিতীয় ব্লাকবক্স উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় রবিবার সকাল ৯টা ২০ মিনিটে এটি উদ্ধার করা হয়।
এর আগে বুধবার বিমানটির একটি ব্ল্যাক বক্স পাওয়া যায়; পরীক্ষা নিরীক্ষার জন্য সেটিকে বেইজিংয়ে পাঠানো হয়।
গত সোমবার ১৩২ আরোহী ও ক্রুর নিয়ে দক্ষিণ চীনের পাহাড়ি এলাকায় এমইউ ৫৭৩৫ ফ্লাইটটি বিধ্বস্ত হয়। দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন উড়োজাহাজের কেউই বেঁচে নেই।
চীনের বেসামরিক বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বিধ্বস্ত অঞ্চলের ১৩০ ফুট দূর এবং ৫ ফুট মাটির নিচ থেকে দ্বিতীয় ব্লাকবক্সটি উদ্ধার করা হয়েছে। আঘাতের ফলে এটির অংশবিশেষ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এখনই উড়োজাহাজ বিধ্বস্তের কারণ উদঘাটন সম্ভব নয়। কয়েকটি ঘটনার ফলেই বিধ্বস্তের ঘটনা ঘটে বলেও জানিয়েছেন তারা।
বিডিপ্রতিদিন/কবিরুল