পোপ ফ্রান্সিস ফের ইউক্রেনে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। রবিবার সাপ্তাহিক বক্তৃতায় তিনি বলেন, ইতিহাস থেকে মানবতা বিলুপ্ত হওয়ার আগে যুদ্ধ বন্ধ করার সময় এসেছে। গত সপ্তাহেও ক্যাথলিক খ্রিস্টানদের এই শীর্ষ ব্যক্তিত্ব যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছিলেন।
রবিবার ভ্যাটিকান সিটির পোপ ফ্রান্সিস বলেন, ইউক্রেনে আক্রমণের এক মাস পার হয়েছে। সকল যুদ্ধের মতো এই যুদ্ধও আমাদের সবার জন্য একটা পরাজয়। আমাদের অবশ্যই যুদ্ধ পরিত্যাগ করতে হবে।
যুদ্ধ বর্তমানের সঙ্গে ভবিষ্যতকেও ধ্বংস করে উল্লেখ করে পোপ ফ্রান্সিস বলেন, যুদ্ধ হলো একটা মৃত্যুর স্থান, যেখানে বাবা-মাকে সন্তানদের দাফন করতে হয়, যেখানে না দেখে ভাই ভাইকে হত্যা করে।
এর আগে গত সপ্তাহে বক্তৃতায় পোপ ফ্রান্সিস বলেছিলেন, ইউক্রেনে রক্ত ও চোখের পানির নদী বয়ে যাচ্ছে। এটি শুধু সামরিক অভিযান নয় বরং এটি এমন এক যুদ্ধ, যার মধ্য দিয়ে মৃত্যু, ধ্বংস ও দুর্দশার বীজ রোপিত হয়েছে।
পোপ ফ্রান্সিস ইউক্রেনে অভিযান নিয়ে নিন্দা করার সময় সরাসরি রাশিয়ার নাম উচ্চারণ করেননি। তবে তিনি বারবারই দুই দেশের প্রতি শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। মানবিক করিডর স্থাপন ও আলোচনায় ফেরার জন্য আহ্বান জানিয়েছেন।
গত বৃহস্পতিবার নাগাদ জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর এ পর্যন্ত ১ কোটির বেশি ইউক্রেনীয় নাগরিক দেশ ছেড়ে পালিয়েছে। অভিযান শুরুর পর ইতালিতে রুশ দূতাবাস পরিদর্শন করে উদ্বেগ প্রকাশ করেছিলেন পোপ।
বিডিপ্রতিদিন/কবিরুল