এবার ইউক্রেনের দ্বিতীয় প্রধান শহর খারকিভের একটি পারমাণবিক চুল্লিতে হামলার অভিযোগ উঠেছে রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে। তবে এ হামলায় কোনো তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণের কোনো তথ্য পাওয়া যায়নি। এ তথ্য জানিয়েছে ইউক্রেনীয় সংবাদ মাধ্যম কিয়েভ ইন্ডিপেনডেন্টের বরাত দিয়ে একাধিক আন্তর্জাাতিক গণমাধ্যম।
বলা হয়েছে, রুশ সেনারা খারকিভ ইন্সটিটিউট অব ফিজিক্স অ্যান্ড টেকনোলজির পারমাণবিক গবেষণা চুল্লিতে হামলা চালিয়েছে। ক্রমাগত গোলাবর্ষণ অব্যাহত থাকায় সেখানকার ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। ইউক্রেনের স্টেট নিউক্লিয়ার রেগুলেটরি ইন্সপেক্টরেট এই হামলার তথ্য নিশ্চিত করেছে।
আশঙ্কা করা হচ্ছে, বোমাবর্ষণের ধারাবাহিকতা আশেপাশের অঞ্চলগুলিকে দূষিত করবে। একইসাথে গুরুতর বিকিরণ খারাপ পরিণতির দিকে নিয়ে যেতে পারে। এর আগে, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের কিয়েভ অঞ্চলের চেরনোবিল পারমাণবিক স্থাপনার কর্মীদের বসবাসের একটি শহরের দখল এবং শহরের মেয়রকে ধরে নিয়ে গেছে।
সূত্র : বিবিসি, দ্য ইন্ডিপেনডেন্ট ও এপি নিউজ।
বিডি-প্রতিদিন/শফিক