প্রেসিডেন্ট জো বাইডেনের মুখ ফসকে বের হয়ে যাওয়া বক্তব্যের ব্যাখা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। ন্যাটোতে নিয়োজিত দেশটির দূত জুলিয়ান স্মিথ বলেছেন, বাইডেনের বক্তব্য ‘স্বাভাবিক মনুষ্য প্রতিক্রিয়া’।
শনিবার রাতে পোলান্ডের ওয়ারশে রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য দেন প্রেসিডেন্ট বাইডেন। পুতিনকে ‘কসাই’ বলার পাশাপাশি তিনি বলেন, তিনি (পুতিন) ক্ষমতায় থাকতে পারেন না।
ন্যাটোতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত জুলিয়ানের কাছে— পুতিন ক্ষমতায় থাকুক যুক্তরাষ্ট্র তেমনটি চায় কিনা, বক্তব্য পরিষ্কার করতে বললে তিনি বলেন, প্রেসিডেন্ট বাইডেনসহ সম্পূর্ণ প্রশাসন মনে করে, ইউক্রেনে যুদ্ধের মুহূর্তে্ আমরা পুতিনকে ক্ষমতায়ন করতে পারি না।
বাইডেনের বক্তব্যের ব্যাখা দিতে গিয়ে তিনি বলেন, প্রেসিডেন্ট শত শত শরণার্থীর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি রুশ আক্রমণের মধ্যে তাদের সাহসী গল্প শোনেন। ওই মুহূর্তে আমি মনে করি প্রেসিডেন্ট মনুষ্যতাড়িত হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যা তিনি ইউক্রেনীয়দের মুখে শুনেছেন।
রাশিয়ার শাসন পরিবর্তনের কোনে লক্ষ্য যুক্তরাষ্ট্রের নেই বলেও মন্তব্য করেন জুলিয়ান স্মিথ।
এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন একই রকম কথা বলে প্রেসিডেন্ট বাইডেনের বক্তব্য হালকা করার চেষ্টা করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল