আফগানিস্তানে নারীশিক্ষায় তালেবানের নিষেধাজ্ঞা দীর্ঘস্থায়ী হবে না বলে মন্তব্য করেছেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই। তিনি মনে করেন, আফগানিস্তানের নারীরা এখন জানে, ‘ক্ষমতায়নের’ মানে কী। তাই নারীশিক্ষা স্থায়ীভাবে বন্ধ রাখতে পারবে না তালেবান।
শনিবার কাতারের দোহা ফোরামে এমন কথা বলেন তিনি। মালালা বলেন, ‘১৯৯৬ সালে নারীশিক্ষার ওপর নিষেধাজ্ঞা আরোপ তালেবানের জন্য তুলনামূলক সহজ ছিল। কিন্তু এ সময়ে এসে এটা কঠিন। আফগান নারীরা এখন জানে, ক্ষমতায়নের মানে কী।’
তিনি আরও বলেন, ‘নারীশিক্ষায় নিষেধাজ্ঞা দিয়ে রাখা এ সময় তালেবানের জন্য আগের চেয়ে কঠিন হবে। এ নিষেধাজ্ঞা স্থায়ী হবে না।’ উল্লেখ্য, তালেবান সরকার গত সপ্তাহে মাধ্যমিক বালিকা বিদ্যালয়গুলো খোলার কয়েক ঘণ্টার মধ্যেই তা বন্ধ ঘোষণা করে।
এছাড়া, তালেবান ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সময় আফগানিস্তানে নারীশিক্ষা বন্ধ করে দিয়েছিল। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সামরিক অভিযানের মাধ্যমে তাদের ক্ষমতা থেকে সরানো হয়। মার্কিন বাহিনী প্রত্যাহার করে নেয়া হলে গত বছরের আগস্টে আবারও ক্ষমতায় ফেরে তালেবান।
সূত্র : আল জাজিরা।
বিডি-প্রতিদিন/শফিক