রাশিয়ার কাছে তথ্য পাচারের অভিযোগ ইউক্রেনের লিভিভ অঞ্চলে দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় প্রশাসন। আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ম্যাক্সিম কোজিতাস্কি জানিয়েছেন, ওই দুই ব্যক্তিকে শনিবার আটক করা হয়েছে।
এক টেলিগ্রাম বার্তায় তিনি বলেন, শনিবার টহল বাহিনী লিভিভের চোরনোভিল সড়কে সন্দেহভাজন একটি গাড়ি থামায়। গাড়িটির ড্রাইভারের তথ্যাদি এবং ফোন পরীক্ষাকালে আমাদের সেনাদের ছবি এবং চলাচলের ভিডিও পাওয়া যায়। এছাড়া তার কাছে রুশ সমর্থিত বিদ্রোহী অঞ্চল লুহানস্কের মানুষের পাসপোর্টের ছবি এবং রাশিয়ার অনেকগুলো যোগাযোগ নম্বর পাওয়া যায়।
লিভিভে শনিবার দুইটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর মধে একটি জ্বালানির ডিপোতে আঘাত হানে।
এদিকে ক্ষেপণাস্ত্র হামলার স্থল থেকে আরেক ব্যক্তিকে আটক করা হয়। ওই ব্যক্তি ক্ষেপণাস্ত্রের আক্রমণের পথ এবং আক্রমণের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ভিডিও করছিলেন।
আটককৃতদের নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান লিভিভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ম্যাক্সিম কোজিতাস্কি।
সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল