যুদ্ধরত রাশিয়া-ইউক্রেন ফের তুরস্কে আলোচনায় বসতে যাচ্ছে। ইউক্রেনের আলোচক ডেভিড আরাখামিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই তথ্য জানিয়েছেন। খবর সিএনএনের।
ইউক্রেনের এই আলোচক বলেন, আগামী সোমবার তারা রাশিয়ার সঙ্গে তুরস্কে আলোচনায় বসতে যাচ্ছেন। তিন দিনব্যাপী এই আলোচনা অনুষ্ঠিত হবে।
তবে তুরস্কের কোথায় আলোচনা হবে সেটা সুনির্দিষ্ট করে বলেননি তিনি।
এর আগে গত ১০ মার্চ রাশিয়া-ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা তুরস্কের আন্তালিয়া শহরে বৈঠক করেন। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এটি ছিল প্রথম বৈঠক। কিন্তু এই বৈঠকে তেমন কোনো সাফল্য আসেনি।
বিডিপ্রতিদিন/কবিরুল