ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে যুক্তরাষ্ট্রের কথিত বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিতে হবে বলে দাবি করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর উপদেষ্টা কামাল খারাজি। দোহা আন্তর্জাতিক ফোরামে দেয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন।
কামাল খারাজি বলেন, ‘ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী একটি জাতীয় সেনাবাহিনী এবং একে বিদেশী সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করা অগ্রহণযোগ্য। তবে মার্কিন সন্ত্রাসী তালিকা থেকে আইআরজিসিকে বাদ দিতে প্রয়োজনীয় প্রচেষ্টা চালানো থেকে ইরান বিরত থাকবে না।’
তবে ইরান বিষয়ে মার্কিন বিশেষ দূত রবার্ট ম্যালি বলেছেন, ‘২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ভিয়েনায় চলমান আলোচনা সফল হলেও এ বাহিনীর ওপর থেকে নিষেধাজ্ঞা উঠানো হবে না।’ এদিকে, ভিয়েনায় পরমাণু সমঝোতার সম্ভাব্য পুনরুজ্জীবনের আলোচনার প্রতি ইঙ্গিত করে কামাল খারাজি বলেন, একটি পরমাণু সমঝোতা খুব কাছাকাছি পর্যায়ে রয়েছে। তবে আমেরিকাকে এই প্রতিশ্রুতি দিতে হবে যে ভবিষ্যতে তারা আর কখনোই এ সমঝোতা থেকে বেরিয়ে যাবে না।
সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক