ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ গত কয়েক সপ্তাহ ধরে তীব্র রুশ বোমা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তাই রুশ হামলা থেকে দেশটির জাতীয় কবি তারস শেভচেঙ্কোর মূর্তি রক্ষার জন্য এগিয়ে এসেছেন শহরের কর্তৃপক্ষ এবং বাসিন্দারা।
খারকিভ শহর কর্তৃপক্ষ এবং বাসিন্দারা রুশ হামলা থেকে জাতীয় কবির পুরো মূর্তিটি রক্ষায় বালির ব্যাগের পাহাড়সম স্তুপ দিয়ে ঢেকে দিয়েছেন।
শেভচেঙ্কো ‘ইউক্রেনের জাতীয় কবি’ এবং দেশটির সাহিত্যের অন্যতম জনক হিসেবে পরিচিত। ফলস্বরূপ তার মূর্তিটি শহরের জন্য একটি উল্লেখযোগ্য প্রতীক। মূর্তিটি ১৬ মিটার উঁচু। শহরটি ক্রমাগত রাশিয়ান বোমাবর্ষণের শিকার হয়েছে। এতে বেশ কয়েক ডজন নিহত ও আহত হয়েছে।
সূত্র: বিবিসি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন