রুশ সামরিক অভিযানে ইউক্রেনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। সোমবার (২৮ মার্চ) সকাল ৯টার দিকে
কিয়েভ স্কুল অব ইকোনমিকসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ‘বিবিসি’। গত ২৪ মার্চ ইউক্রেনের রুশ অভিযান শুরুর পর থেকে ক্ষয়ক্ষতির এই পরিমাণ তুলে ধরা হয়েছে।
ক্ষয়ক্ষতির তালিকায় রয়েছে- চার হাজার ৪৩১টি আবাসিক ভবন, ৯২টি কারখানা ও ওয়ারহাউস এবং ৩৭৮টি স্কুল। এগুলো বেশির ভাগই একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে। আবার কিছু রয়েছে যেগুলো দখল করে নেওয়া হয়েছে।
এছাড়াও ১২টি ও সাতটি তাপ বা জলবিদ্যুৎ কেন্দ্রও বিমানবন্দর ধ্বংস, ক্ষতিগ্রস্ত কিংবা জব্দ করা হয়েছে।
এর আগে গত ১৭ মার্চ প্রকাশিত এক হিসাবে দাবি করা হয়েছিল, তখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার।
উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে সোমবার ৩৩তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ৩২ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম