আপাতত চলমান সংকট সমাধানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকে বসার কোনো সম্ভাবনা নেই। সোমবার একথাই জানিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
তিনি জানিয়েছেন, কেবল ইউক্রেন-রাশিয়া প্রধান প্রধান ইস্যুগুলোতে একমত হতে পারলেই দুই নেতার মধ্যে সরাসরি আলোচনা হতে পারে।
যদিও জেলেনস্কি বারবার বলে আসছেন, তিনি এই যুদ্ধের অবসান ঘটাতে রুশ প্রেসিডেন্টের সাথে সরাসরি বৈঠকে বসতে রাজি আছেন।
বেলারুশ সীমান্তে ইউক্রেনের প্রতিনিধির সাথে বৈঠক করলেও রাশিয়ার পুতিন-জেলেনস্কি সরাসরি বৈঠকের ব্যাপারে বরাবরই আগ্রহ দেখায়নি।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল