সিঙ্গাপুর, কম্বোডিয়াসহ দক্ষিণ এশিয়ার কিছু দেশ সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি (সিবিডিসি) চালু করতে কাজ করছে। স্টার্টআপ ও ই-কমার্স ব্যবসাকে উৎসাহিত করতে লেনদেনে গতি আনাই এর মূল লক্ষ্য। খবর ব্যাংকক পোস্টের।
ডিজিটাল মুদ্রার বর্ধমান জনপ্রিয়তা নিয়ে ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট ইনোভেশন হাবের হংকং কেন্দ্রের প্রধান বেনেডিক্ট নোলেনস একটি প্যানেল আলোচনায় বলেন, ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে দক্ষিণ-পূর্ব এশিয়া অত্যন্ত উর্বর ভূমি। ই-কমার্সের পরিধি বাড়ছে, অর্থ লেনদেনের নতুন পদ্ধতিও জনপ্রিয় হচ্ছে।
শুধু দক্ষিণ এশিয়া নয়, পুরো এশিয়া জুড়েই ডিজিটাল মুদ্রার জনপ্রিয়তা বাড়ছে। ২০১৪ সালে চীন ই-ইউয়ান তৈরিতে কাজ শুরু করে। যেখানে হংকং নিজস্ব ই-এইচকেডি চালু করতে পর্যালোচনা করছে। শহরটির কেন্দ্রীয় ব্যাংক হংকং মনিটারি অথরিটি পিপলস ব্যাংক অব চায়না, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সিবিডিসি সেটেলমেন্ট প্লাটফর্ম তৈরির জন্য এমব্রিজ নামের একটি প্রকল্প নিয়ে কাজ করছে।
গত বছর থেকে সিঙ্গাপুরও অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় ব্যাংকগুলোর সঙ্গে বিআইএস ইনোভেশন হাবসহ আন্তঃসীমান্ত লেনদেনের জন্য প্লাটফর্ম তৈরিতে কাজ করছে। দেশটির এ প্রকল্পের নাম দেয়া হয়েছে প্রজেক্ট ডানবার।
ন্যাশনাল ব্যাংক অব কম্বোডিয়ার সহকারী গভর্নর সেরেই চেয়া বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইন্টারনেট অর্থনীতি বিস্তৃত করার অনেক সুযোগ রয়েছে।
কভিড-১৯ মহামারী রোধে আরোপ করা লকডাউনে অনলাইনে কেনাকাটা বেড়েছে। সেরেই চেয়া বলেন, এ পরিস্থিতি কম্বোডিয়াসহ বিশ্বজুড়ে ডিজিটাল অর্থনীতির আকার বাড়িয়ে দিয়েছে।
২০১৫ সাল থেকে সিঙ্গাপুরে এখন প্রযুক্তি স্টার্টআপের সংখ্যা ১০ গুণ বেড়েছে। ডিবিএস ব্যাংকের মতো ঋণদাতা প্রতিষ্ঠানগুলোও ক্রিপ্টোকারেন্সি ব্যবসার জন্য প্লাটফর্ম স্থাপন করেছে।
সিঙ্গাপুরের অ্যাসোসিয়েশন অব ক্রিপ্টোকারেন্সি এন্টারপ্রাইজ অ্যান্ড স্টার্ট-আপসের চেয়ারম্যান ফ্রেডরিক ফাং বলেন, সিঙ্গাপুরে ডিজিটাল অর্থনীতি ব্যাপকভাবে এগিয়ে যাচ্ছে। কারণ আরও বেশি লোক ক্রিপ্টোকারেন্সিতে আগ্রহী হচ্ছে। শুধু তরুণরাই নয়, বয়স্ক গ্রাহকরাও ডিজিটাল পেমেন্টে ঝুঁকছেন।
ক্রিপ্টোকারেন্সির নিরাপত্তা ও গোপনীয়তার ঝুঁকি বিষয়ে বিআইএস ইনোভেশন হাবের বেনেডিক্ট নোলেনস বলেন, বর্তমানে ব্যাপকভাবে চালু থাকা নগদ অর্থ সবচেয়ে বেনামি বস্তু। তাছাড়া ডিজিটাল মুদ্রা কাগজ বা কয়েনের চেয়ে পর্যবেক্ষণ করা সহজ।
বিডি প্রতিদিন/ফারজানা