‘অবন্ধুসুলভ’ দেশগুলোর কাছে গ্যাস বিক্রির করা হবে রাশিয়ার মুদ্রা রুবলে, আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে জার্মানি জানিয়েছিল জি-সেভেনভুক্ত সব দেশেই এই প্রস্তাব প্রত্যাখান করেছে।
এই কথার প্রেক্ষিতে রাশিয়ার আইনপ্রণেতা ইভান আব্রামোভ বলেছেন, শিল্পোনত সাত দেশের সংগঠন জি-সেভেন যদি রুবলে গ্যাস কিনতে না চায় তবে ভবিষ্যতে পরিষ্কারভাবেই গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।
ফেডারেশন কাউন্সিলের অর্থনৈতিক নীতি বিষয়ক কমিটির বৈঠকের পর তিনি একথা জানিয়েছেন।
জি সেভেন নামের সংগঠনে কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ও ফ্রান্স; এই সাতটি শিল্পোনত দেশ রয়েছে। যাদের অনেকেই তেল ও গ্যাসের জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল